যোগাযোগ
উইনার্স একাডেমি, জোয়ার্দার ভিলা, গ-১৩১,
৩য় তলা, মধ্যবাড্ডা লিংক রোড (প্রান সেন্টারের বিপরীত পার্শে),
ঢাকা ১২১২, বাংলাদেশ।
যেকোন প্রয়োজনে
01613433052; 01915961553
ইংলিশে দুর্বলদের জন্য

ফাউন্ডেশন স্পোকেন ইংলিশ

জব ইন্টারভিউ, প্রেজেন্টেইশন, ভাইভা, দেশি-বিদেশি ক্লায়েন্ট মিটিং, কলিগদের সাথে কিংবা অপরিচিত কারো সাথে আলাপচারিতা, পাবলিক স্পিকিং, ফ্রিল্যান্সিং প্রজেক্টে ক্লায়েন্টদের সাথে যোগাযোগ, উচ্চ শিক্ষা কিংবা উন্নত জীবনের লক্ষ্যে উন্নত দেশগুলোতে পারি জমানো ইত্যাদি ক্ষেত্রে ইংলিশে কথা বলা, উদ্দেশ্য আপনার যাই হোক না কেনো ইংরেজি ভাষায় আপনাকে দক্ষ করে তুলতে উইনার্স একাডেমি-তে আমরা সাজিয়েছি দেশের সেরা এই স্পোকেন ইংলিশ কোর্স।

ফ্রি ক্লাসের স্লট দ্রুত শেষ হয়ে যাচ্ছে
Spoken English Course Logo

এই কোর্সে যা থাকছে

উইনার্স একাডেমি এর এই কোর্সে থাকছে সেরা সব ফিচার যা ইংলিশ স্কিলকে নিয়ে যাবে এক অন্য উচ্চতায়।

যা যা শিখবেন

  • ইংলিশে কথা বলার ক্ষেত্রে সংকোচ ও জড়তা কাটিয়ে ওঠার কৌশল।
  • স্মার্ট স্পোকেন ইংলিশের ২০০টির অধিক সিক্রেট রুলস্‌।
  • দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে স্মার্টলি ইংলিশে কথা বলার কৌশল।
  • স্কুল, কলেজ ও ভার্সিটির কাজে ইংলিশে কথা বলা।
  • দৈনন্দিন কথাবার্তা ও আড্ডায় ইংলিশের ব্যবহার।
  • চাকরির ইন্টারভিউ ও ভাইভাতে ইংলিশে কথা বলা।
  • এতদিন ভুল জানতেন এমন অনেক ইংলিশ শব্দের সঠিক উচ্চারণ।
  • ইংরেজি উচ্চারণে দক্ষতা ও সাবলীলতা বৃদ্ধির উপায়।
  • ভিন্ন ভিন্ন সেটিংস ও পরিস্থিতিতে কী ধরনের বিবৃতি, প্রশ্ন ও উত্তর করতে হয় তার কৌশল।
  • Speaking-এর ক্ষেত্রে সঠিক গ্রামারের ব্যবহার।
  • বিভিন্ন ক্ষেত্রে কথা বলার জন্য প্রয়োজনীয় বডি ল্যাঙ্গুয়েজ।
  • পার্সোনাল ও প্রফেশনাল কমিউনিকেশন স্কিল।
  • IELTS, PTE, Duolingo ইত্যাদি পরীক্ষার জন্য প্রয়োজনীয় স্পোকেন ইংলিশের ভিত্তি মজবুত করার কৌশল।
  • বাংলার মতো ইংরেজিকে নিজের ব্রেইনের অংশ করে নেওয়ার মেথড।
  • ইংরেজি ভাষার বিভিন্ন এক্সপ্রেশন বা ভাবভঙ্গিতে নিজেকে সহজেই মানিয়ে নেয়া।
  • নেইটিভ ইংলিশ স্পিকিরসরা ব্যবহার করে এমন ৩০০০+ ভোকাবুলারী সহজে আয়ত্বে আনার কৌশল।

কোর্স ম্যাটেরিয়ালস্‌ সমূহ

  • ডাউনলোড যোগ্য অসংখ্য ফ্রি রিসোর্স।
  • ফুল লাইফ টাইম এক্সেস|
  • স্পোকেন ইংলিশে দক্ষতা অর্জনের জন্য নতুন নতুন ফ্রি ভিডিও লেসন|
  • অনলাইন কোর্সের ক্ষেত্রে এইচডি রেকর্ডেড ক্লাস।
  • কোর্স কমপ্লিশন সার্টিফিকেইট (অন-ডিমান্ড)
  • এছাড়াও এই লিস্টে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন ম্যাটেরিয়ালস্‌।

কোর্স ফিচারসমূহ

Icon
কোর্সের সময় ২.৫ মাস
Icon
অনলাইন কমিউনিটি সাপোর্ট
Icon
মোট ৩০টি ক্লাস
Icon
ওয়ান টু ওয়ান মেন্টরশীপ
Icon
ক্লাসের সময় ১ ঘন্টা ৩০ মিনিট
Icon
ফ্রি ভিডিও লেসন
Icon
সপ্তাহে ৩ দিন ক্লাস
Icon
ফ্রি ইন্টার‍্যাক্টিভ প্র্যাক্টিস ম্যাটেরিয়াল
Icon
আলাদা প্র্যাক্টিস জোন
Icon
১২ মাসের মেম্বারশীপ

কোর্স ফি

অনলাইন

৳ ৩,৫০০

অফলাইন

৳ ৭,৫০০

মানি-ব্যাক গ্যারান্টি

১০০%

ফ্রি ক্লাসের স্লট দ্রুত শেষ হয়ে যাচ্ছে

এবার ইংরেজির ভয়
সবাই করবে জয়!

ছোট থেকে বড় সকলেই আমরা অনুবাদ নির্ভর হওয়ার কারণে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারি না এবং কথা বলার সময় গ্র্যামার সঠিকভাবে ব্যবহার করছি কিনা এসব নিয়েও দ্বিধায় থাকি। যার কারনে আমরা অনেকেই ইংরেজিতে আলাপচারিতা করা নিয়ে সবসময় সংকোচবোধ করি, ভয় পাই, বিষন্ন এবং আতঙ্কিত থাকি। এই সমস্যা দূর করতে এবং ইংরেজিতে দক্ষতা অর্জনের লক্ষ্যে উইনার্স একাডেমি ডিজাইন করেছে অসাধারণ কিছু ইংরেজি শেখার কোর্স। ইংরেজিতে সাবলীল হতে হলে Listening, Speaking, Reading, Freehand Writing, Grammar, Pronunciation, Vocabulary, এবং Presentation-এই সব বিষয়গুলোতে দক্ষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই দক্ষতা অর্জনের জন্যই আমাদের কোর্সগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে।

উইনার্স একাডেমি-কেই
কেন বেছে নিবেন?

আমাদের লেসন, প্র্যাক্টিস সেশন, ল্যাঙ্গুয়েইজ ক্লাব, লাইফটাইম সাপোর্ট, ফ্রী রিসোর্স এবং মেন্টরদের সরাসরি সাপোর্ট ইত্যাদি
আয়োজনের উদ্দেশ্য কেবল আপনার ইংরেজি শেখার যাত্রা সহজ এবং আনন্দময় করে তোলা।
Icon
অ্যাক্টিভিটির মাধ্যমে শেখা

আমাদের কারিকুলাম ইন্টারেক্টিভ এবং আকর্ষণীয়ভাবে সাজানো, যেখানে কথোপকথনমূলক কার্যক্রম এবং অনুশীলনের উপর বেশি জোর দেওয়া হয়।

Icon
অভিজ্ঞ শিক্ষকবৃন্দ

আমাদের অভিজ্ঞ ইংরেজি শিক্ষকবৃন্দের সহায়তায় আপনিও পারবেন ইংরেজি ভাষা বলা, লেখা, শোনা ও পড়ায় সুদক্ষ হতে, যা আপনার ক্যারিয়ারকে করে তুলবে আরও সমৃদ্ধ।

Icon
রিয়েল লাইফ লেসন

স্মার্টলি বিভিন্ন পরিস্থিতিতে গুছিয়ে ইংরেজিতে কথা বলা, প্রশ্ন করা ও সঠিকভাবে উত্তর দেওয়ার কৌশল শেখানোকে সর্বাধিক গুরুত্ব প্রদান করা হয় আমাদের প্রতিটি কোর্সে।

Icon
প্রিমিয়াম রিসোর্স

ফ্রী রিসোর্স কে না ভালবাসে! প্রতিটি কোর্সের সাথেই আমরা সরবরাহ করি দারুন সব ফ্রী রিসোর্স যা শিক্ষার্থীদেরকে নির্দিষ্ট বিষয়ে সুবিধামত সময়ে অনুশীলনের সুযোগ করে দেয়।

Icon
স্পিকিং ক্লাব

আমাদের যেকোন কোর্সে ভর্তি হলেই আপনি পাচ্ছেন ৬ মাসের ফ্রি স্পিকিং ক্লাবের এক্সেস যার মাধ্যমে আপনি পাবেন অনর্গল ইংলিশে কথা বলার অনন্য পরিবেশ।

ফ্রি ক্লাসের স্লট দ্রুত শেষ হয়ে যাচ্ছে

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্নাবলি

(উত্তর দেখতে প্রশ্নের উপর ক্লিক করুন)
ক্লাস কোথায় অনুষ্ঠিত হবে?

আমাদের ফাউন্ডেশন স্পোকেন ইংলিশ কোর্সটি একটি অফলাইন কোর্স। এই কোর্সের ক্লাসগুলো আমাদের মধ্যবাড্ডা ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আপনি যদি ক্যাম্পসে এসে কোর্স করতে না চান তাহলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে পারেন। দুটি কোর্সের মডিউল একই রকম। সেক্ষেত্রে আমরা আমাদের অনলাইন ক্লাস গুলো গুগল মিট কিংবা জুমে করে থাকি। তবে আপনার যদি সুযোগ থাকে তাহলে আমরা অবশ্যই বলবো আপনি আমাদের অফলাইন কোর্সে ভর্তি হয়ে যান।

কোর্সটি যাদের জন্য?
  • ফ্রেশার যারা জব খুঁজছেন।
  • ফ্রিল্যান্সার যাদের নিয়মিত।  ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করতে হয়।
  • চাকুরীজীবী যারা কর্মক্ষেত্রে নিয়মিত মিটিং পরিচালনা করা বা প্রেজেন্টেশন দিতে সমস্যায় পরছেন।
  • এসএসসি থেকে মাস্টার্স ডিগ্রী সম্পন্ন করা সকল শিক্ষার্থ যারা ক্যারিয়ারের দৌড়ে যারা এগিয়ে থাকাতে চান।
  • গৃহিনী, যাদের বাচ্চা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে পড়ে।
  • এছাড়াও একজন শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, পুলিশ, ডাক্তার, ব্যাংকারদের জন্যও এটি একটি আদর্শ কোর্স।
গ্রামারের বিষয়গুলো কি বোঝানো হবে?

হ্যাঁ অবশ্যই! তবে গ্রামারের বিভিন্ন রুলস্‌ আপনাকে এমনভাবে শেখানো হবে যে আপনি টেরও পাবেন না কখন আপনি স্পোকেন ইংলিশে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সব গ্র্যামার রুলস শিখে ফেলেছেন। ব্যপারটা অনেকটা বাচ্চাদেরকে লাড্ডুর ভিতরে পুরে দিয়ে তেতো ট্যাবলেটের খাওয়ানোর মতো।

ল্যাঙ্গুয়েইজ ক্লাবে কি করানো হয়?

আমাদের কোর্সে আপনি তো অনেক কিছুই শিখে ফেলবেন কিন্তু তা আত্নবিশ্বাসের সাথে তো ব্যবহার করার একটা পরিবেশও প্রয়োজন। সেই ধারণা থেকেই আমরা পরিচালনা করছি আমাদের যুগোপযোগী ল্যাংগুয়েইজ ক্লাব যেখানে থাকবে বিভিন্ন গেইম ও অ্যাক্টিভিটি যার মাধ্যমে আনন্দময় পরিবেশে ইংলিশ চার্চার করে নিজেকে আরো আত্মবিশ্বাসী করে তুলতে পারবেন।

কোর্সটি করার জন্য আগে কী কী জানা থাকা লাগবে?

ইংলিশের বেসিক জ্ঞান, (আমাদের অনলাইন কোর্সের ক্ষেত্রে) কম্পিউটার, মোবাইল কিংবা ট্যাবলেট এ অনলাইন ক্লাস করার মতো নূন্যতম জ্ঞান।

আমি যদি কোর্স করে যদি শিখতে না পারি?

আশা করি আপনি আমাদের ২.৫ মাসের কোর্স করে আপনার ইংলিশ দক্ষতা আরো উন্নত করতে পারবেন। যদি কোন কারণে নিয়মিত ক্লাস করে এবং টিচারের দিক নির্দেশনা অনুসরণ করেও উন্নতি করতে না পারেন তাহলে পুরো কোর্সটি আপনি পুনরায় করতে পারবেন একদম ফ্রি। তবে শেক্ষত্রে আপনাকে ৯০% উপস্থিতি নিশ্চিত করতে হবে পূর্বের ব্যাচে। অন্যথায় ৫০% ছাড়ে পুনরায় কোর্সটি করতে পারবেন।

প্রতি ব্যাচে কতজন করে ক্লাস করে?

আমাদের অফলাইনের প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ২০ জন থাকে।

কোর্সে ভর্তি হলে কি কি দেয়া হয়?

আমরা আলাদা আলাদা করে লেকচার শীট প্রদান করি না বরং পুরো কোর্সের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ দিয়ে সাজানো আমাদের "ফাউন্ডেশন স্পোকেন ইংলিশ" বইটি সরবরাহ করি। সেই সাথে আমরা প্রতিটি লেসনের উপর ডিজিটাল প্র্যাক্টিস ম্যাটেরিয়াল প্রদান করে থাকি যা আপনি ক্লাসে এবং বাসায় চর্চা করা করার সুযোগ পাবেন।

ভর্তি ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা দেয়া লাগবে?

না। ভর্তি ফি ছাড়া অতিরিক্ত কোন টাকা দেয়া লাগবে না। তবে যদি স্বপ্রণোদিত হয়ে সহপাঠিদের ট্রিট দিতে চান কেউ না করবে না। কে না খেতে ভালবাসে বলুন? 

আম ইংরেজিতে অনেক দুর্বল। আমি কি কোর্সটি করতে পারবো?

আপনি যদি ইংরেজি পড়তে এবং লিখতে পারেন তাহলে এই কোর্সটি আপনি করতে পারবেন। এছাড়া কোর্সে ভর্তি হওয়ার পর আপনার একটি পরীক্ষা নেয়া হবে এবং তা থেকে আপনার ইংরেজির বর্তমান অবস্থা বুঝে কোর্স শুরুর আগে বাসায় চর্চার জন্য প্র্যাক্টিস ম্যাটেরিয়াল ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হবে।

কোর্সে ভর্তি হতে কি কি লাগে?

কোর্সে ভর্তি হওয়া একদম সহজ! আমাদের অফিসে এসে ভর্তি হতে চাইলে, শুধুমাত্র ১ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসবেন। আর অনলাইনে ভর্তি হতে আমাদের Admission Form টি পুরণ করে বিকাশ বা ব্যাংক ডিপোজিটের পর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে খুব সহজেই আপনার ভর্তি সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে যেকোন সাহায্যের জন্য আমাদের কল করুন 01613433052 অথবা 01915961553 এই নাম্বারে।

কোর্সের সাথে কি কোন সার্টিফিকেট দেওয়া হয়?

জ্বী, আপনি কোর্সের ৮০% ক্লসে উপস্থিত থাকলে এবং ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করলে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হয় (অন-ডিমান্ড/চাহিবা মাত্র) যা আপনি পরবর্তীতে আপনার সিভিতে যোগ করতে পারবেন।

কীভাবে রেজিস্ট্রেশন করবো? পেমেন্ট কী দিয়ে?

অফলাইন কোর্সের ক্ষেত্রে:

অফলাইন কোর্সে ভর্তি হতে আমাদের ব্র্যাঞ্চে এসে আপনি নগদ অর্থে পরিশোধ করতে পারবেন। তবে আপনি চাইলে বিকাশেও কোর্স ফি পরিশোধ করতে পারবেন। 


 

অনলাইন কোর্সের ক্ষেত্রে:

অনলাইন স্পোকেন ইংলিশ কোর্সটিতে ভর্তি নিশ্চিত করার জন্য আমাদের বিকাশ নম্বরে ৩,৫০০ টাকা বিকাশ করে আমাদের সাথে আপনার ট্রান্সেকশন আইডিটি শেয়ার করবেন। অতঃপর আমরা পেইমেন্ট নিশ্চিত করে আপনাকে ক্লাস সময়সূচি জানিয়ে দিবো ও বিস্তারিত জানিয়ে দিবো।

বিকাশ নম্বরঃ
01613433052 (Marchant)
বিঃদ্রঃ টাকা পাঠাতে অবশ্যই "Payment" অপশন ব্যবহার করবেন।

উইনার্স একাডেমি-এর
শিক্ষার্থীরা যা বলছে

এভাবেই আমরা প্রতিনিয়ত বদলে দিচ্ছি আমাদের শিক্ষার্থীদের ইংরেজির দক্ষতা। ওরা তো বিজয়ী হলো, এবার আপনার পালা।
আব্দুল হান্নান রাজন স্যারের

শেষ কথা

ছোটবেলায় স্কুল জীবনের শুরু থেকেই মাতৃভাষা বাংলার পাশাপাশি আমাদেরকে ইংলিশও শেখানো হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এতো সব দৌড়ঝাঁপের পরও কেন আমরা ইংলিশে দুটো লাইন বলতে পারে না? অথচ আমাদের নতুন প্রজন্মের অনেকেই হিন্দি, উর্দূ এমনকি কোরিয়ান ভাষায় ঠিকই কথা বলতে পারে! যেসব ভাষা কখনো তাদের একাডেমিকভাবে শেখানোই হয়নি। আপনি কি কখনো ভেবে দেখেছেন, ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েইজ হওয়া সত্ত্বেও কেন তারা এসব ভাষা সহজে আয়ত্ত করতে পারলেও ইংলিশটা পারছে না? এর মূল কারণ হলো আমরা হিন্দি, উর্দূ কিংবা কোরিয়ান ভাষা শেখার একটা ভার্চুয়াল কিংবা বাস্তবিক পরিবেশ পেয়েছি কিন্ত ইংলিশের ক্ষেত্রে তা পাইনি বা সেই পরিবেশের সুযোগ গ্রহন করিনি! যারা স্বপ্রণোদিত হয়ে ইংলিশটা আয়ত্বে এনেছে তারা ব্যাতীত। এখন কথা হচ্ছে যা হবার হয়ে গেছে, এখন উপায়টা কি? “কি করে ইংলিশে অনর্গল কথা বলা যায়? প্রাত্যহিক জীবনের বিভিন্ন পরিস্থিতি জড়তা কাটিয়ে স্মার্টলি ইংলিশে কথা বলা যায়?” এসব প্রশ্নের উত্তর মিলবে আমাদের ক্লাসে। তাহলে আর দেরি কেনো চলে আসুন আমাদের ক্যাম্পাসে কিংবা জয়েন করুন আমাদের অনলাইন স্পোকেন কোর্সটিতে। দেখা হবে বিজয়ে!

নিচের একটি পয়েন্টও যদি আপনার সাথে মিলে যায় তাহলে নিঃসন্দেহে জয়েন করে ফেলুন আমাদের এই প্রোগ্রামে

  • আমি ইংলিশে লিখতে পারি কিন্তু বলতে পারি না।
  • আমি ইংলিশে অনর্গল বলতে পারি কিন্তু প্রচুর ভুল হয়।
  • আমি ইংলিশে কথা বলতে গেলে জড়তা অনুভব করি।
  • আমি ইংলিশ চর্চার করার পরিবেশ খুঁজছি।
  • আমি খুব শীঘ্রই IELTS, PTE, Duolingo ইত্যাদি ইংলিশ টেস্টে অংশগ্রহণ করবো।
  • আমি খুব শীঘ্রই উন্নত বিশ্বে পারি জমাতে চাই।
  • আমি আমার ক্যারিয়ারে ভাল করতে চাই।
  • আমি পার্সোনাল ও প্রফেশনাল কমিউনিকেশন স্কিল উন্নত করতে চাই।
  • আমি গ্র্যামার ভয় পাই কিন্তু সহজে ইংলিশে কথা বলা শিখতে চাই।
  • আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে আরো ভাল করতে চাই।
ফ্রি ক্লাসের স্লট দ্রুত শেষ হয়ে যাচ্ছে

উইনার্স একাডেমি-এর
সেরা কোর্সসমূহ

উইনার্স একাডেমি অফার করছে ইংরেজি দক্ষতা উন্নয়নের দারুন সব কোর্স যা একজন শিক্ষার্থীকে সাহায্য করবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে। আমাদের ইংরেজি শেখার কোর্সসমূহের মাধ্যমে আপনিও নিজেকে ইংরেজীতে আরো দক্ষ করে তুলতে পারেন।

ফ্রি ইংরেজি টেস্ট দিন, ইংলিশে আপনার
দক্ষতা বুঝে আজই
শুরু করুন শেখা

আমাদের ফ্রি ইংরেজি টেস্ট-এর মাধ্যমে আপনার ইংরেজি দক্ষতা যাচাই করুন
এবং নিজেই বুঝে নিন কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতি করার প্রয়োজন রয়েছে।